অভাবীদের মাঝে খাবার বিতরণ এবং তা ইমাম/খতিবদের হাতে বন্টনের মাধ্যমে ইসলামের সৌন্দর্য্য তুলে ধরার একটি ক্ষুদ্র প্রয়াস আপনাদেরকেও অনুপ্রাণিত করবে, ইংশা আল্লহ্, ভিডিওটি দেখুন এবং আপনিও প্লান করে দা’ওয়াতি কাজে অগ্রগামি হোন।
——————————————————–
স্টাফ রিপোর্টঃ গত ৪ ফেব্রুয়ারী ২০১৯, স্থানীয় বড় পাইকের গড়, দিনাজপুর ‘প্রস্তাবিত মারকাযুল কুরআন মাদরাসা’ প্রাঙ্গনে স্থানীয় ১৮ জন ইমামকে তাদের নিজ হাত দিয়ে তাদেরই মুসল্লিদের নিকট পর্যাপ্ত আলু,পিয়াজ ও ডাল বিতরণ করা হয়েছে। যাতে মুসল্লিদের সঙ্গে ইমামের সম্পর্ক দৃঢ় হয় এবং ইমামগণ দান করেন, সুখে দুখে কাছে থাকেন এই মনোভাব উভয়ের তৈরী হয়। আলহামদুলিল্লাহ, এ কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে যেমন একটি চেতনা জাগ্রত হয়েছে যে, দীনের আহ্বানকারীগণ মূলত সার্বজনীন খাদেম ঠিক একই ভাবে ইমাম/খতিবগনেরও আত্ম মর্যাদায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এই যে, প্রকৃত অর্থে মানুষকে দীনের পথে ডাকার জন্য তাদের সাথে হৃদ্যতা গড়ে তুলতে হবে- তাদের কাছ থেকে নিয়ে নয় বরং তাদেরকে দিয়ে, দান ও সদাকায় পূণ্য রয়েছে তা এখন থেকে দীনের আহ্বানকারীগণ নিজ অংশ গ্রহন নিশ্চিত করার মাধ্যমে প্রমাণ করবেন এবং মানুষ তা প্রশান্তির সাথে গ্রহন করবেন।

অভাবীদের মাঝে খাবার বিতরণ – বড় পাইকের গড়, দিনাজপুর