Skip to content
কি?
নিজেকে সর্বোত্তম ব্যক্তিতে পরিণত করার একটি ব্যক্তি প্রয়াস ‘জরুরী ই’লমি দীন প্রশিক্ষণ ইনস্টিটিউট’। মূলত: কুরআনের শিক্ষা গ্রহন ও শিক্ষা দান এই প্রতিষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়।
কুরআনের প্রকৃত শিক্ষার্জন এর মাধ্যমে ব্যক্তি ও পারিবারিক জীবনকে আলোকিত করা এবং রসূলুল্লহ্ স. এর সুন্নাহ্’র প্রকৃত অনুসারী ও অনুরাগী হওয়ার মাধ্যমে নিজেকে ও পরিবারকে দোযখের আগুন থেকে বাঁচানোর একটি প্রচেষ্টা।
এই প্রশিক্ষণ আনুষ্ঠানিক ছলাতকে জীবন্ত ছলাতে পরিণত করার মাধ্যমে ব্যক্তি, পরিবার, ও সমাজকে যাবতীয় অশ্লীল ও মন্দ কাজ হইতে নিরাপদ রাখার একটি কার্যকরী প্রয়াস।
মাসজিদের আমানতদ্বারি আবাদ এর একটি প্রকৃত উদ্যোগ ’মাসজিদ ভিত্তিক জরুরী ইলমি দীন প্রশিক্ষণ’।
শতভাগ কর্মমুখী দীনি শিক্ষার আদর্শ কেন্দ্র ‘জরুরী ইলমি দীন প্রশিক্ষণ ইনস্টিটিউট’।
কেন?
আল্লহর ভালোবাসা ও ক্ষমা প্রাপ্তির প্রত্যাশায় এই কার্যক্রম পরিচালিত।
আপনার মাসজিদে এই কার্যক্রম পরিচালনার জন্য আপনি নিজেই যথেষ্ট। শুধু সুন্নাহ্ মোতাবেক জীবন পরিচালনায় উদ্যোগি হতে হবে; প্রাতিষ্ঠানিক যাবতীয় সহযোগিতা আমরা করবো। তদারকি ও পরিচালনা সম্পূর্ণ আপনার আমানতদ্বারিতায় পরিচালিত হবে। দল-মত নির্বিশেষে এই প্রকল্প সকল মানুষের কল্যাণ বয়ে আনবে, ইংশা আল্লহ্।
Scroll to top