পরিকল্পিত দান দারিদ্র বিমোচনে কার্যকর এবং দীনের সৌন্দর্য্য

January 18 at 11:34 AM
গ্রাম্য এক মহিলা ভিক্ষুক। দুই মাস আগে আসছিল আমার অফিসের জানালায়। আমি তাকে ভিক্ষা না দিয়ে সব্জি চাষে উদ্ভুদ্ধ করেছিলাম। সব্জি চাষের জন্য খরচ দিয়েছিলাম। একমাস পর আবার আসলো। সে জানালো সব্জি চাষ করেছে। আমি তাকে চাষের পরিষর বৃদ্ধির জন্য আরও কিছু টাকা দিলাম।
আজ সে তার উৎপাদিত ক্ষেতের সব্জি নিয়ে হাজির। মুলা শাক। আমি কিনে রাখলাম। আলহামদুলিল্লাহ।

আমরা চাইলেই সমাজের ভিন্ন ভিন্ন রন্দ্রে দীনের দা’ওয়াতের মাধ্যমে আলো পৌছে দিতে পারি, শুধু নিবেদিত হতে হবে, বাকিটা আল্লহ্ করবেন। সব ভিক্ষুক আপনার কথা শুনবে না, শুধু আপনাকে নিবেদিত হতে হবে… দা’ওয়াত অব্যহত রাখতে হবে, পকেটে দানের টাকা রিজার্ভ রাখতে হবে। তাৎক্ষনিক সুযোগ আসলে কাজে লাগাতে হবে।

পরিকল্পিত দান দারিদ্র বিমোচনে কার্যকর এবং দীনের সৌন্দর্য্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top