সুপ্রিয় পাঠক, ফরজ সলাতের পর আসুন রসূল স. এর নির্দেশিত তাসবীহ ও যিকর এ মনোযোগী হই, নিন্মেক্ত ডকুমেন্ট এর সকল আ’মালগুলো সহীহ হাদিস অনুযায়ী সংকলিত। বিস্তারি আমালগুলো আপনারা মিলিয়ে নিতে পারেন- ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লহ) এর সহীহ মাসনূন ওযীফা বইটির সাথে।
প্রিন্টিংয়ের সুবিদার্থে রঙ্গিন ও সাদা-কালো ডকুমেন্ট আপলোড দেয়া হলো।
ফরয ছলাতের পরে সুন্নত যিকর ও তাসবীহ সমূহ