রোহিঙ্গা ক্যাম্পে কুরবানীর গোস্ত বিতরণ – ২০১৯

কুরবানির এই গরুটি ৩০০ পরিবারে সমান ভাগ হয়েছে, আমাদের কিছু নিবেদিত দানশীল ভাইয়ের ও ব্রাদার বাহার ভাইয়ের প্রচেস্টায় গতকাল গরুটি কেনা হয়েছে কুতুপালং গরুর হাট থেকে। ৬১,৫০০/- টাকা মূল্যের এই গরুটি রোহিংগা স্মরনার্থী ক্যাম্পের কুরবানির পর দুই জন মাঝির অধীনে ৩০০ পরিবারে বন্টনের ব্যবস্থা নেয়া হয়েছে। এ বছর এটাই তাদের ৩০০ পরিবারের মুখে ঈদ আনন্দের কারন হবে, ইংশা আল্লহ।
মাত্র তিন দিনের ব্যবধানে যাদের দানের ফসল সুদূর ক্যাম্পের ভিন্ন দেশের অসহায় মানুষের মনে আনন্দের উচ্ছাস ছড়িয়ে দিল আল্লহ তাদের দান কবুল করে অন্তরে প্রশান্তি দান করেন।
এই কঠিন দায়িত্ব পালনে অগ্রগামীদের আল্লহ কবুল করুন।
আল্লহর সন্তুষ্টির জন্য উতসর্গিত এই ঐক্যবদ্ধ প্রচেস্টা আল্লহ কবুল করুন।
Totat Funded= 31,000/- Alhamdulillah.
? সম্প্রসারিত হাতগুলোঃ
✅ S.M. Hasan 1,000/-
✅ Momin Bin Khalil 1,000/-
✅ Mohammad Kamrul Hasan 1,000/-
✅ K Hasan Relative 1000/-
✅ Muhammad Abul Kalam Azad 2,000/-
✅@Mohit Chowdhury 500/-
✅নাম প্রকাশে অনিচ্ছুক by সিহাব 500/-
✅Md Abdullah Al Fattah 1,000/-
✅ নাম প্রকাশে অনিচ্ছুক 10,000/- ( ALH)
✅ নাম প্রকাশে অনিচ্ছুক 10,000/- ( ALH)
✅ Zafor Ahmed 1,000/-
✅ Sibbir Ahmed 1,500/-
✅ নাম প্রকাশে অনিচ্ছুক 500/- (AS)
কুরবানীর দিন গরুটিকে কুরবানী দিয়ে গোশত বিতরন বিস্তারিত ভিডিও দেখুনঃ

বাহার ভাইয়ের সাথে আমাদের কালেকশন যোগ করে ভাগে একটি কুরবানীর গরু দেয়া হলো রোহিঙ্গা ক্যাম্পে, আলহামদুলিল্লাহ
নির্যাতিত রোহিংগা মুসলিমরা এখন বাংলাদেশে সুবিধা বঞ্চিত ব্যাকে বন্ধি জীবন কাটাচ্ছে, তাদের ৩০০ পরিবারের অন্তত এক দিনের ভালো খাবার নিশ্চিত হলো।
আপনাদের দানের টাকায় গরু কিনে ক্যাম্পে কুরবানী করার পর গোস্ত বিতরন নিশ্চিন্ত করার দায়িত্বে ছিলেন ব্রাদার বাহার।

রোহিঙ্গা ক্যাম্পে কুরবানীর গোস্ত বিতরণ – ২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top