আবূ হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত। তিনি বলেন,ইবরাহীম (আঃ) তিনবার ছাড়া কখনও মিথ্যা বলেননি। তন্মধ্যে দু’বার ছিল আল্লাহর ব্যাপারে। তার উক্তি ‘আমি অসুস্থ’ (ছাফফাত ৮৯) এবং তাঁর অন্য এক উক্তি ‘বরং এ কাজ করেছে, এই তো তাদের বড়টি’ (আম্বিয়া ৬৩)। বর্ণনাকারী বলেন, একদা তিনি [ইবরাহীম (আঃ)] এবং সারা অত্যাচারী শাসকগণের কোন এক শাসকের এলাকায় এসে পৌঁছালেন। […]
The post হাদিসের গল্পঃ ইবরাহীম (আঃ), সারা ও অত্যাচারী বাদশাহ appeared first on QuranerAlo.com – কুরআনের আলো ইসলামিক ওয়েবসাইট.
হাদিসের গল্পঃ ইবরাহীম (আঃ), সারা ও অত্যাচারী বাদশাহ