“قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ”خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ
নাবী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “তোমাদের মধ্যে ঐ ব্যাক্তি সর্বোত্তম যে কুরআন শিখে এবং অন্যকে শিখায়।”
হাদিসের মানঃ সহিহ
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন, গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৫৩/ ফাজায়ীলুল কুরআন (كتاب فضائل القرآن), হাদিস নাম্বার:৪৬৫৭
“قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ”إِنَّ أَفْضَلَكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ
নাবী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “তোমাদের মধ্যে সর্বোত্তম তারা, যারা নিজেরা কুরআন শিখে এবং অন্যকেও শিক্ষা দেয়।”
হাদিসের মানঃ সহিহ
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন, গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৫৩/ ফাজায়ীলুল কুরআন (كتاب فضائل القرآن), হাদিস নাম্বার:৪৬৫৮
“قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ”خِيَارُكُمْ أَلْيَنُكُمْ مَنَاكِبَ فِي الصَّلاَةِ
নাবী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “ছলাতের কাতারে দাঁড়াবার সময় যে ব্যক্তি নিজের কাঁধ বেশী নরম করে দেবে সেই তোমাদের মধ্যে সর্বোত্তম।”
হাদিসের মানঃ সহিহ
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন, গ্রন্থঃ সূনান আবু দাউদ (ইফাঃ), অধ্যায়ঃ ২/ সালাত (নামায) (كتاب الصلاة), হাদিস নাম্বার:৬৭২
“قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ”إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً
নাবী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- “যে ঠিক মত ঋণ পরিশোধ করে সেই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যাক্তি।”
হাদিসের মানঃ সহিহ
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন, গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৩২/ ওয়াকালাত (كتاب الوكالة), হাদিস নাম্বার:২১৫৭
“قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ”إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلاَقًا
নাবী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন-“তোমাদের মধ্যে সেই ব্যাক্তই সর্বশ্রেষ্ঠ যে নৈতিকতায় সর্বোত্তম।”
হাদিসের মানঃ সহিহ
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন, গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৫০/ আম্বিয়া কিরাম (আঃ) (كتاب أحاديث الأنبياء), হাদিস নাম্বার:৩৩০৭
” قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ”وَتَجِدُونَ مِنْ خَيْرِ النَّاسِ أَشَدَّهُمْ كَرَاهِيَةً لِهَذَا الأَمْرِ، حَتَّى يَقَعَ فِيهِ،
নাবী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- “তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হবে- যারা নেতৃত্বে ও শাসন ক্ষমতায় জড়িয়ে না পড়া পর্যন্ত একে অত্যন্ত ঘৃণা ও অপছন্দ করবে।”
হাদিসের মানঃ সহিহ
বলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন, গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ), অধ্যায়ঃ ৫০/ আম্বিয়া কিরাম (আঃ) (كتاب أحاديث الأنبياء), হাদিস নাম্বার:৩৩৩৪